গত ডিসেম্বরে বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আয়ারল্যান্ড। এবার আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেই আয়ারল্যান্ডের নিচে নেমে গেল নিগার সুলতানার দল। আইসিসি প্রকাশিত বার্ষিক এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। একধাপ এগিয়ে নয়ে উঠেছে আয়ারল্যান্ড।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বশেষ ৯ ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২৩ ম্যাচে জয় মাত্র ৩টি। মাঠের ক্রিকেটে নিগারদের চরম দুর্দশার প্রতিফলনই দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ে। এই র্যাঙ্কিং তৈরিতে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সক ৫০ ভাগ বিবেচনায় নেওয়া হয়েছে, পরের এক বছরের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে শতভাগ।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। রেটিং পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়া। দুই এবং তিন নম্বরে আছে ইংল্যান্ড ও ভারত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের ২ রেটিং পয়েন্ট বাড়লেও চার নম্বরেই আছে। পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান। তবে আশ্চর্য হলেও সত্য, এশিয়ার দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে। বাংলাদেশের ঠিক পরেই তাদের অবস্থান।