মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সান্ত্বনার জয় সুপ্তাদের

আপডেট : ১১ মে ২০২৫, ০৬:৪৭ পিএম

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিলেন ইমার্জিং নারী দলের ক্রিকেটাররা। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৪ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছেন স্বর্ণা-ইশমারা।

এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচে শূন্য রানে ফেরা ওপেনার ইশমা তানজিম এদিন দেখা পান ফিফটির। ৮৩ বলে ৬ চারে ৫৭ রান করেন তিনি। তবে তার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে দিলারা আক্তার ফেরেন মাত্র ১ রান করেই। অধিনায়ক শারমিন সুলতানা সুপ্তাও ফিরে যান মাত্র ৫ রান করে। ৯ রানে ২ উইকেট হারানোর পর ৮৭ রানের জুটি গড়ে দলকে দিশা দেখান ইশমা ও সুমাইয়া। জুটি ভাঙে সুমাইয়া আক্তার ৩৮ রানে বিদায় নিলে। এর পর রুবাইয়া হায়দার ঝিলিক করেন ৩৪ রান। ইশমার বিদায়ের পর মিডল অর্ডারে আরও জ্বলে ওঠেন আফিয়া আশিমা ও স্বর্ণা আক্তার। আফিয়ার ব্যাট থেকে ৪৪ ও স্বর্ণার ব্যাট থেকে আসে ৩০ বলে ৪১ রানের ইনিংস। তাতে ইনিংসশেষে ৮ উইকেটে ২৫৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। দুটি করে উইকেট পান দেলমি টাকার ও কোমোতসো রাপো।

জবাবে রান তাড়ায় শুরুতেই ৯৭ রান তুলে ফেলেন নিকোল ডি ক্লার্ক ও সিমোন লরেনস জুটি। নিকোল ৪২ রানে ফিরলেও লরেনস থামেন ৬৮ রানে। এর পরই খেই হারাতে থাকেন প্রোটিয়া নারীরা। এক প্রান্ত ধরে রেখে চারে নামা ফায়ে টুনিক্লিফ খেলেন ৫৫ রানের ইনিংস। কিন্তু তিনি ছাড়া দুই অঙ্ক ছোঁন শুধু ৩৪ রান করা এলিজ ম্যারি মার্ক্স। বাংলাদেশের স্বর্ণা শিকার ধরেন তিনটি। সাবিকুন নাহার জেসমিন পান দুই উইকেট। একটি করে উইকেট নেন ফুয়ারা বেগম, আনিসা আক্তার সোবা ও ইশমা। ম্যাচসেরা হন স্বর্ণা। চট্টগ্রাম ছেড়ে এবার ইমার্জিং দলের গন্তব্য কক্সবাজার। সেখানে ১৪, ১৬ ও ১৮ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত