শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

চট্টগ্রাম

বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম ও ১২ লাখ টাকার মোবাইল ফোনসহ যাত্রী আটক

আপডেট : ১১ মে ২০২৫, ১১:২১ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহামসহ সাঈম নওয়াজ নামে এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। এসময় তার কাছ থেকে ১২ লাখ ৪০ হাজার টাকার ১০টি মোবাইল ফোন এবং ২ লাখ টাকার দুই কার্টন সুতার বান্ডিল জব্দ করা হয়।

রবিবার (১১ মে) বেলা ৩টার দিকে বিমানবন্দর টার্মিনাল ভবনের ৭ নম্বর গেইটে তাকে তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক হওয়া সাঈম নওয়াজের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। 

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও সূতার কার্টন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই যাত্রী সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার (৭ হাজার ইউএস ডলারের সমতুল্য) বেশি পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা ডিএমমূলে আটক করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত