বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কামরুল ইসলাম এনআরবি ব্যাংকের ইসি চেয়ারম্যান

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৩৭ এএম

এনআরবি ব্যাংক পিএলসির সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় মো. কামরুল ইসলাম চৌধুরীকে ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। চৌধুরী বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে চার দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ ব্যাংকার। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার আগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম অঞ্চলের জোনাল প্রধান এবং ঢাকায় প্রধান শাখার প্রধান সহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। চৌধুরী ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের এসএভিপি এবং জুবিলি রোড শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত