শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

শেরপুরে কার্পেটিং উঠে যাওয়া সেই রাস্তা মেরামত

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:৪২ এএম

বগুড়ার শেরপুরে কাজ হওয়ার চার দিনের মাথায় কার্পেটিং উঠে যাওয়া রাস্তা মেরামত করেছে প্রশাসন। এর আগে গত ২২ এপ্রিল দেশ রূপান্তর পত্রিকায় ‘কাজ হওয়ার ৪ দিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং ও কালভার্ট নির্মাণে এক কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করে রাস্তা ও কালভার্টটি জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমরা কাজের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছি। শুধু তাই নয়, নিজে গিয়ে কিছু কিছু জায়গায় ত্রুটি দেখতে পাই। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠনকে জানালে দ্রুত তা মেরামত করে দেয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত