বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে ট্রাম্প

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:২২ এএম

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য গেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালেও যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টের প্রথার বাইরে গিয়ে মধ্যপ্রাচ্য দিয়ে রাষ্ট্রীয় সফর শুরু করেছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, গাজায় চলমান যুদ্ধসহ একাধিক ইস্যুতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ভ্রমণ থেকে বিভিন্ন রকম স্বার্থ হাসিলের চেষ্টা করবেন ট্রাম্প। এই সফরে বন্ধুপ্রতিম ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য এবং প্রযুক্তিসংক্রান্ত চুক্তি নিশ্চিতের চেষ্টা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সফরে উপসাগরীয় একাধিক দেশ তার ভ্রমণসূচিতে থাকলেও তালিকায় নেই যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল। আগামীকাল  সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। গুঞ্জন রয়েছে এ সম্মেলন থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন তিনি। ইসরায়েলের দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্র মধ্যপ্রাচ্যভিত্তিক যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘মিডিয়া লাইনকে’ বলেছেন, ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি ঘোষণা দেবেন। আর তেমনটা হলে সেটি এক চমক হয়ে আসবে। সেদিনই কাতারের উদ্দেশে সৌদি ত্যাগ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে আগামী ১৫ মে তার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকে জ্বালানি তেল বাণিজ্য, বিনিয়োগ, গাজা ও ইয়েমেন সংকট এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ একাধিক বিষয় তার আলোচ্যসূচিতে থাকবে। তবে বিশ্লেষকদের ধারণা, এ সফরে যুক্তরাষ্ট্রের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে ট্রাম্পের প্রধান উদ্দেশ্য।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো স্টিভেন এ কুক বলেন, ট্রাম্প চাইবেন সফর থেকে শত শত কোটি ডলারের একাধিক চুক্তির ঘোষণা দিতে। তার পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক রাষ্ট্রনীতি দ্বারা প্রভাবিত। উপসাগরীয় ধনী রাষ্ট্রগুলোর বিপুল পরিমাণ অর্থকে তিনি বিনিয়োগের উৎস হিসেবে বিবেচনা করেন। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, সৌদি আরব এক ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগে সম্মত হয়েছে এবং তিনি সফরে আরও বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করতে চান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত