দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগে খুলনার চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দলকে সুসংগঠিত করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন ও বিএনপি নেতা আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকা-ের পাশাপাশি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার সাংগঠনিক টিমে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া সভায় গত সোমবার দাকোপে ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।