বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা মায়ের ওপর হামলা

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৪৪ এএম

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নাফিজ ফয়সাল আকাশ নামের এক যুবককে পুলিশ আটক করেছে। আহত জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আর্জিনা খাতুনকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের অনার্সপড়–য়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা সালিশ বৈঠক হয়। গত শুক্রবার বিকেলে আকাশ সহযোগীদের নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে আর্জিনা খাতুনকে কুপিয়ে ও জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে। আকাশের বাবা বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে আমার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আমার ছেলে ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত