সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এফবিসিসিআইয়ে টানা ২ মেয়াদের বেশি নির্বাচন করতে পারবে না ব্যবসায়ীরা

আপডেট : ২১ মে ২০২৫, ০১:৫৬ পিএম

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পরিষদের নির্বাচনে কোনো ব্যবসায়ী দুইবারের বেশি টানা মেয়াদে নির্বাচিত হতে পারবেন না। একই সঙ্গে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালনা পরিষদের অন্যান্য সকল সদস্যকে অবশ্যই ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে—এসব বিধান সংযোজন করে বাণিজ্য মন্ত্রণালয় নতুন ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’ জারি করেছে।

আজ বুধবার এই বিধিমালা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়। এফবিসিসিআই নির্বাচন কেন্দ্রিক যে দীর্ঘস্থায়ী স্থবিরতার সম্মুখীন ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হলো এই বিধিমালা জারির ফলে। এর প্রেক্ষিতে এফবিসিসিআইয়ের প্রশাসকরা জানিয়েছে, বিধিমালা জারির সঙ্গে সঙ্গে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসায়ীদের দাবির কারণে ‘ইতোপূর্বে’ শব্দটি বাদ দিয়ে বিধিমালা প্রকাশ করা হয়েছে, কারণ পূর্ববর্তী খসড়া গুলোতে এই শব্দ থাকায় অনেক সাবেক পরিচালকের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল।

তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনো কিছু অসুবিধার কথা বলা হচ্ছে। তারা জানাচ্ছেন, ‘ইতোপূর্বে’ শব্দ তুলে নেওয়ার পাশাপাশি খসড়ায় যে টানা দুই মেয়াদের পর এক মেয়াদের বিরতি রাখার প্রস্তাব ছিল, সেটি এখন গ্যাপ বা বিরতির মেয়াদ হিসেবে বিধিবদ্ধ করা হয়েছে।

এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পরিচালক আবু মোতালেব দেশ রূপান্তর বলেছেন, ‘আগে দুই মেয়াদের পর এক মেয়াদ গ্যাপ দেয়ার কথা থাকলেও এখন তা দুই মেয়াদ গ্যাপ হিসেবে পরিমার্জিত হয়েছে। আমাদের দাবির প্রেক্ষিতে ‘সাবেক পরিচালকদের’ নির্বাচনে যে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, সেটা দূর করা হয়েছে, তবে গ্যাপের সময়সীমা বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে অনেক চেম্বার এসোসিয়েশন বিপদের সম্মুখীন হতে পারে, কারণ অনেক এসোসিয়েশনে এত সদস্য নেই যে দুইবার গ্যাপ দিতে পারবেন। এটি একটি ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, যাতে নির্দিষ্ট কোনো পক্ষ সুবিধা নিতে পারে।’

ফেডারেশনের পরিচালনা পরিষদে মোট ৪৬ জন পরিচালক থাকবেন, যাদের মধ্যে একজন করে সভাপতি ও সিনিয়র সহ সভাপতি, দুই জন সহ সভাপতি, চেম্বার থেকে নির্বাচিত ১৫ জন পরিচালক, এসোসিয়েশন থেকে ১৫ জন, চেম্বার ও এসোসিয়েশন থেকে মনোনীত ৫ জন পরিচালক এবং উইমেন চেম্বার ও এসোসিয়েশন থেকে ১ জন করে মনোনীত পরিচালক রয়েছেন। আগের পরিচালনা পরিষদের সংখ্যার থেকে এটি আধা কম।

পরিচালনা পরিষদের মেয়াদ আগের মতো দুই বছর রাখা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এফবিসিসিআইয়ের সংস্কারে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত