মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:০৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে মো. কালাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রবিবার থেকে আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।  

নিহত মো. কালাম উপজেলার পাড়াগাঁও এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে ভাতিজা শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এতে মীম কান্নাকাটি শুরু করলে কালাম শাহীনকে গালাগাল করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন কালামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত