মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আপিল বিভাগের রায়

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম, মামলা বাতিল

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দ নিয়ে করা দুর্নীতির মামলার কার্যক্রম বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলার কার্যক্রম শুরু করা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে মির্জা আব্বাসের করা আপিল মঞ্জুর করে গতকাল বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ রায় দেয়। মামলার অভিযোগ অনুযায়ী, মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৪ সালে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেয় ঢাকার একটি আদালত। এ অভিযোগপত্র গঠনের বিরুদ্ধে বিচারিক আদালতে মির্জা আব্বাসের করা আবেদন নামঞ্জুর হয়। এরপর মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১৬ সালের ৮ ডিসেম্বর হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন তিনি। একই বছরের ১৪ ডিসেম্বর মামলাটির কার্যক্রম বাতিল প্রশ্নে রুল দিয়ে মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ১৩ মে রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট মামলাটিতে স্থগিতাদেশ তুলে নেয়। এরপর হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির এই শীর্ষ নেতা। এরই ধারাবাহিকতায় আপিলের ওপর শুনানি শেষে গতকাল মামলা বাতিলের এ রায় হলো।

আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘এই মামলার এফআইআরে মির্জা আব্বাসের নাম ছিল না। পরে অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। আদালতে বলেছি, মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তিনি কিছু করেননি। তার কোনো সম্পৃক্ততা নেই। আদালত আমাদের আইনের যুক্তি শুনেছে। সমস্ত নথি পড়ে আপিল মঞ্জুর ও হাইকোর্টের রায়টি বাতিল করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত