মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আচরণবিধি অনুমোদন ভোটকেন্দ্র স্থাপন ইসির অধীনে

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত বিধিমালায় ইসির তত্ত্বাবধানে প্রচার, আচরণবিধি মানার প্রত্যয়নপত্রসহ নতুন কিছু শর্ত যোগ করা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রাখার প্রস্তাব করা হয়েছে।

গতকাল বুধবার নির্বাচন কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এ নীতিগত অনুমোদন  দেওয়া হয়েছে এ সভায়। বিধিমালা ও নীতিমালা বিশদভাবে আলোচনা হয়েছে। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার কমিশনের সুপারিশ ও অপরাপর সংশোধনীর বিষয় আছে। ততদিন পর্যন্ত হয়ত আমাদের অপেক্ষা করা লাগতে পারে এগুলো চূড়ান্ত করার জন্য।

নির্বাচন কমিশনার জানান, ইসির তত্ত্বাবধানে নির্বাচনী প্রচার,  সোশ্যাল মিডিয়া, দল ও প্রার্থীর প্রত্যয়নসহ নানা ধরনের নতুন বিষয় যুক্ত রয়েছে প্রস্তাবিত আচরণবিধিতে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, উল্লেখযোগ্য সংশোধনের মধ্যে- জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় যে কমিটি ছিল আমরা তা বিলুপ্ত করেছি। এটা কমিশনের অধীনে আনা হয়েছে। দ্বিতীয়ত ইভিএম সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা বাতিল করেছি। যেহেতু ইভিএম নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত