বুন্দেসলিগা শিরোপা জয়ের পর কোচিং স্টাফে বড় পরিবর্তনের পথে বায়ার লেভারকুজেন। প্রধান কোচ জাবি আলোনসো যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। তার স্থলাভিষিক্ত করতে ইতোমধ্যে জার্মান ক্লাবটি যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপ জেতানো ডাচ কোচ এরিক টেন হাগের সঙ্গে।
দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, টেন হাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে লেভারকুজেন। চলতি সপ্তাহেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, ডাচ এই কোচও লেভারকুজেনের দায়িত্ব নিতে আগ্রহী এবং এটিকেই ভবিষ্যতের জন্য অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা মসৃণ না গেলেও, কোচ হিসেবে তেন হাগের খ্যাতি ইউরোপজুড়েই। আয়াক্সে কাটানো সফল সময়ের পর আবারও ক্লাব ফুটবলে নিজের ছাপ রাখতে প্রস্তুত এই ডাচম্যান। ম্যানইউকে এফএ কাপ জেতানোর পর চুক্তি নবায়ন করেছিলেন। তবে পরের মৌসুমেই তাকে বাজে পারফরম্যানসের কারণে বরখাস্ত করেছিল ম্যানইউরা।