ঢাকা বারের সাবেক সহসভাপতি এ কে এম খলিলুর রহমানের সহধর্মিণী এবং সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর নির্বাহী পরিচালক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
২০২৪ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার বাসভবন ও গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, কোরআনখানি ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সকলের প্রতি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।