শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে আইপিএলের রোবট!

আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:১৪ এএম

সদ্য সমাপ্ত আইপিএলের শুরু থেকে হইচই ফেলে দিয়েছিল 'চম্পক' নামের একটি রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত কুকুর সদৃশ্য রোবটটি যেমন ভিডিও ধারণ করতে পারত, তেমনই ক্রিকেটারদের সাথে নানারকম মজা করত। হ্যান্ডশেকও করতে পারত। এবার এমন প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলেও।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে থাকবে আইপিএলের সেই রোবটটির মতো দেখতে একটি কুকুর সদৃশ্য রোবট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ কভার করতে ব্যবহৃত হতে যাচ্ছে অ্যানিমেল রোবট ক্যামেরা। ডাইনামিক ১ নামের এই রোবটে হাই-রেজোল্যুশন ক্যামেরা, সেন্সর এবং স্মার্ট কন্ট্রোলার যুক্ত আছে। দেশের কোনো খেলাতেই এমন রোবট আগে দেখা যায়নি।

খেলা চলাকালীন সময়ে ডাগ-আউটে ঘোরাফেরা করতে থাকবে এই রোবট। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে এমন সব অ্যাঙ্গেল থেকে ফুটেজ সংগ্রহ করবে- যা বাংলাদেশের কোনো খেলাতেই আগে কখনো দেখা যায়নি। সম্প্রতি হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুলরা এসে বাংলাদেশের ফুটবলকে বদলে দিচ্ছেন। তাদের পাশাপাশি মাঠের বাইরেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এ যেন নতুন জীবন পেয়েছে দেশের ফুটবল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত