রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ব্যক্তি। তার অভিযোগ- কোহলি আইপিএলের মাধ্যমে জুয়ার প্রচার করে ভিড় উসকে দিয়েছেন! পুলিশ অভিযোগ আমলে নিলেও কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি।
গত ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে মানুষের ঢল নেমেছিল। কয়েক লক্ষ মানুষের সমাগম হওয়ায় পুলিশ সেই ভিড় সামলাতে হিমশিম খায়। ভেতরে যখন বিজয় উদযাপন চলছিল, তখন স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১১ জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভেঙ্কটেশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযোগে বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন।’
এর আগে বেঙ্গালুরু কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোনো এফআইআর নথিভুক্ত হবে না বলে পুলিশ জানিয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘এরই মধ্যে দায়ের করা একটি মামলার অধীন চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’