শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাগাতিপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৯ জুন ২০২৫, ০২:৩২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় রাত্রি খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার পৌরসভার উত্তর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

রাত্রী খাতুন ওই এলাকার কামরুল ইসলাম কামালের স্ত্রী। সোমবার( ৯ জুন) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে
পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে খাবার খাওয়ার পর স্বামী ও স্ত্রী দুজনে একই ঘরে ঘুমিয়ে যান। পরে স্বামী কামরুল ইসলাম হঠাৎ রাত আনুমানিক
একটার দিকে ঘুম থেকে জাগা পেয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো
হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত