রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শনিবার থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

আপডেট : ১২ জুন ২০২৫, ০৩:১০ পিএম

ঢাকা মহানগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগামী ১৪ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।

গণবিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, বিভিন্ন দাবির পক্ষে বা বিপক্ষে কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। তবে বাস্তবে দেখা গেছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত এলাকাগুলোতেই কর্মসূচি পালন করেছে। এতে কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং জনভোগান্তিও বাড়ে। ফলে ডিএমপির নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত