বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর তীর থেকে শেখ জুবাইরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়ার বাসিন্দা শেখ হিদায়েতুল ইসলামের ছেলে ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আলিকদম থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি পর্যটক হতে পারেন। কারণ গত দুইদিনে মাতামুহুরি নদীর উজানে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না, শুধুমাত্র দু পায়ে অ্যাংলেট পাওয়া গেছে।
আলিকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসাইন জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।