শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কোহলির চিৎকার আর স্লেজিং মিস করবে ভারত: পোপ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:৪৭ এএম

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। সাবেক অধিনায়ক রোহিত শর্মাও তাই। এই দুজনকে ছাড়াই ভারত যাচ্ছে ইংল্যান্ড সফরে। ইংলিশ টেস্ট দলের সহ-অধিনায়ক ওলি পোপ মনে করেন, এই সফরে বিরাট কোহলিকে মিস করবে ভারত। সেইসঙ্গে তিনি শুবমান গিলের নেতৃত্বাধীন দলের প্রশংসাও করেছেন।

ইংল্যান্ড সিরিজে রোহিত-কোহলি ছাড়াও ভারত পাবে না রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামিদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তারুণ্যে ভরা দলে জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাই শুধু অভিজ্ঞ ক্রিকেটার। তাই ওলি পোপ বলেছেন, ‘ভারত তরুণ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে। তবে দলের যথেষ্ট গভীরতা আছে। অনেক নতুন নতুন ক্রিকেটার উঠে এসেছে। অধিনায়ক শুবমান গিল দুর্দান্ত ক্রিকেটার।’

পোপ আরও বলেন, ‘স্লিপে দাঁড়িয়ে বিরাট কোহলির চিৎকার এবং বিপক্ষ ব্যাটারদের উদ্দেশে বলা শব্দ (স্লেজিং) ভারত নিঃসন্দেহে মিস করবে। তবে ওদের দলটিতে যথেষ্ট প্রতিভা আছে। ওরা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তবে আমরাও প্রস্তুত আছি। ভারতের বিপক্ষে খেলার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারে না। আগের বছর ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলাম। তবে ভারতের সঙ্গে খেলার মজাই আলাদা।’

উল্লেখ্য, ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। ২০১১, ২০১৪ এবং ২০১৮ সালে তারা শুধু পরাজিতই হয়েছে। ২০২১-২২ সালের সিরিজটি কেবল ড্র হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত