রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শান্তর সঙ্গে কোনো সমস্যা হবে না: মিরাজ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

ঘটনাবহুল এক দিন কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন টেস্ট আর ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিকালেই জানা যায়, শান্তকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে! আজ শুক্রবার সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, এটা নিয়ে শান্তর সঙ্গে তার কোনো সমস্যা হবে না।

জুমে বৈঠক করে মিরাজকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় বিসিবি। মিরাজের কাছে প্রশ্ন ছিল- কখন তিনি এই খবরটা পেলেন? জবাবে তিনি বলেন, ‘আমাকে গতকালকে ফাহিম স্যার (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন) ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এ রকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’

অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলেও জানিয়েছেন মিরাজ, ‘ড্রেসিংরুমে এ রকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। (নাজমুল) শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে। ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও আমাকে একটা কথাই বলেছে, “অধিনায়কত্বে আমি কখনো আলাদা কিছু অনুভব করিনি। আশা করি, আমার (মিরাজ) ভেতরেও এই জিনিসটা আসবে না।” আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।’

শান্ত যেভাবে নেতৃত্ব হারালেন, মিরাজের মনেও কি এমনভাবে অধিনায়কত্ব হারানোর শঙ্কা আছে? এমন প্রশ্নের তিনি বলেন, ‘আমি জানি না, তারা (বোর্ড) কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি যতটুকু জানি বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়। কেউ একা নিতে পারে না। অনেক সময় পরিস্থিতি তো ঘটে। আমরা সবাই সব সময় সেভাবে মানসিক প্রস্তুতি নেই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত