বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিনা পারিশ্রমিকে আলোড়ন সৃষ্টি করেছেন দিনমজুর বেলাল

আপডেট : ১৮ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

পরনে পাঞ্জাবী, মুখে হুইসেল, হাতে থামুন লেখা সম্বলিত প্লে কার্ড নিয়ে ব্যস্ততম চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার করে দেন দিনমজুর মোহাম্মদ বেলাল। বিগত কয়েক বছর ধরে দিনের বেশিরভাগ সময় তিনি জনমানুষের কল্যাণে বিনা পারিশ্রমিকে এই কাজটি করে আসছেন। 

৪০ বছর বয়সী যুবক বেলালের নিরাপদ সড়ক পারাপারে স্বেচ্ছাশ্রমের ব্যতিক্রমী এ উদ্যোগে পথচারীরা যেমন স্বাচ্ছন্দ্যে রাস্তা পার হচ্ছেন, তেমনিভাবে সাধারণ মানুষের কাছে সাধুবাদ পাচ্ছেন তিনি। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতে লাল পতাকা নিয়ে চলন্ত গাড়িগুলোকে বাঁশি বাজিয়ে আস্তে চলাচলের নির্দেশনা দিচ্ছেন বেলাল।

ওইসময় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করতে দেখা যায় তাকে। এ সময় পথচারীরা জানান, এই সড়কের ফটিকছড়ি-নাজিরহাট পৌরসভা সীমানা সংলগ্ন এলাকা বারৈয়ারহাটে রাস্তা পারাপার হতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই স্থানে কোন পারিশ্রমিক ছাড়াই বৃদ্ধ, অসুস্থ রোগী ও স্কুল শিক্ষার্থীদের নিয়ম করে রাস্তা পারাপার করে দেন বেলাল। যেটি অবশ্যই প্রশংসনীয় কাজ। এই সময়ে এমন মানুষ পাওয়া দুষ্কর। 

এ ব্যাপারে স্বেচ্ছাসেবী দিনমজুর বেলাল বলেন, এই সড়কে রাস্তাপারাপারে অনেক মানুষকে মরে যেতে দেখেছি। যেটি আমি সইতে পারিনা। নিজের অভাবের সংসার হলেও এই কাজ করে আমার তৃপ্তি লাগে। আমাদের সবারই উচিৎ প্রতিদিন কোননা কোন ভালো কাজ করা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, অত্যন্ত মানবিক একজন যুবক বেলাল। বিনা পারিশ্রমিকে রাস্তা পারাপারে পথচারীদের সহায়তা করে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। উপজেলা প্রশাসন তাকে পুরস্কৃত করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত