পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে সুমী খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর সরদার পাড়া গ্রামের রফিকুল সরদারের স্ত্রী ও ২ সন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে বিছানায় মশারী টাঙ্গানোর সময় যে কোনও বিষাক্ত সাপে কামড় দেয় তাকে। কোনও কিছু দেখতে না পেয়ে ইঁদুর বা অন্য কোনও প্রাণী কামড় দিয়েছে ভেবে করে শুয়ে পড়েন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জ্বালা শুরু করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, সাপের কামড়ে মৃত গৃহবধূর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।