সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দাবি আদায়ে বিডিআর সদস্যদের ‘মার্চ টু যমুনা’, শাহবাগে পুলিশের বাধা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে সাবেক বিডিআর সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল ও অন্যান্য দাবি আদায়ের জন্য পথ অবরোধ করেছেন। এই কারণে শাহবাগ এবং তার পার্শ্ববর্তী এলাকা যানজটে পতিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড়ে আসেন বিডিআর-এর বরখাস্ত সদস্যরা। পুলিশের ব্যারিকেডের মধ্যেও তারা সেখানে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

তারা তিন দফা দাবি সামনে তুলে ধরেন, যা হলো—

প্রথমত, পিলখানাসহ দেশের সকল বিডিআর ইউনিটের জন্য বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে বরখাস্ত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের চাকরিতে ফিরিয়ে এনে পূর্ণ ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করতে হবে; এর কার্যকারিতায় বাঁধা সৃষ্টিকারী বিধিনিষেধ, বিশেষ করে ‘ব্যতীত’ শব্দ ও কার্যপরিধি বাতিল করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হওয়া দীর্ঘদিনের কারাবন্দি নিরপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে।

তৃতীয়ত, ২০০৯ সালের পিলখানা ঘটনায় ষড়যন্ত্রের শিকার হয়ে বরখাস্ত ও ক্ষতিগ্রস্ত হওয়া দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন এবং ‘বাংলাদেশ রাইফেলস’ বা ‘বিডিআর’ নামটি পুনরায় প্রতিষ্ঠা করতে হবে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

বিস্তারিত ভিডিওতে...

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত