শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গাড়ি পুড়িয়ে বিমার টাকায় ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার এই দর্শক!

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:০০ পিএম

প্রিয় দলের খেলা দেখার জন্য কত রকমের পাগলামিই তো করেন দর্শকরা। ঘরবাড়ি বিক্রি করে, কেউ সাইকেল চালিয়ে, কেউ পায়ে হেঁটে শত শত মাইল পাড়ি দেন। তবে আর্জেন্টিনার এই ফুটবলপ্রেমী যে কাণ্ড করেছেন, সেটা পাগলামি বললেও কম হয়ে যায়। ক্লাব বিশ্বকাপে যেতে নিজের গাড়িটাই তিনি পুড়িয়ে দিয়েছেন!

স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘চিরিনগুইতো’ জানিয়েছে, আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের অন্ধ সমর্থক ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার টাকা জোগার করতে নিজের গাড়িটাই পুড়িয়ে দিয়েছেন। তারপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কম্পানির থেকে বিমার টাকা নিয়ে গেছেন প্রিয় দলকে সমর্থন দিতে।

আর্জেন্টিনার জার্সি পরা সেই সমর্থক বলেছেন, ‘(বিমার টাকা পাওয়ার জন্য) আমাকে গাড়িটা জ্বালিয়ে দিতে হয়েছে। সেটা দিয়েই আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। কারণ, এখানে আমি আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি। আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করেছে। আমি তাকে বলেছি পরে আমরা এসব আবার কিনতে পারব, কিন্তু এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না।’

চলতি ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেট এখন পর্যন্ত ভালোই খেলছে। গ্রুপ ‘ই’ তে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার শীর্ষে। আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের প্লে অফ খেলা। তাই এখন পর্যন্ত ওই দর্শকদের গাড়ি পোড়ানো স্বার্থকই বলা যেতে পারে। তবে এজন্য দেশে ফিরে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত