শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আমানতের টাকা ফেরত পেতে ঘেরাও উপজেলা পরিষদ

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৪১ এএম

আমানতের টাকা ফেরত পেতে দ্বিতীয় দিনের মতো জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সমিতির গ্রাহকরা। এ সময় ওই চত্বরের বিভিন্ন সরকারি দপ্তরে তালা দিয়ে অফিস ত্যাগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি পালনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ ওই প্রাঙ্গণে থাকা ২১ দপ্তরের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। একদিন আগেও একই স্থানে দিনব্যাপী কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা।

বক্তারা জানায়, মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতির মালিকরা ২০২২ সালের শেষের দিকে আত্মগোপনে চলে যায়। এ সমিতিগুলোতে ৩৫ হাজার গ্রাহক ছিলেন। তাদের প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে সমিতিগুলো। সমবায় সমিতির মালিকরা আত্মগোপনে যাওয়ার পর তারা মাদারগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা করেছেন। এ ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। সমিতির আমানতের টাকা ফেরতের জন্য একটি সহায়ক কমিটি করা হয়েছে।

সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকরা বিভিন্ন কর্মসূচি ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে আসছেন।

জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমবায় সমিতিতে  রয়েছে। ২৩টি সমিতির মধ্যে আল আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রঙধনুর সবচেয়ে বেশি টাকা। ছয়টি সমিতির কাছে জমা আছে ৭০০ কোটি টাকার বেশি। শুধু মাদারগঞ্জের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি হিসাব করে দেখা গেছে, প্রায় দেড় হাজার কোটি টাকা সমিতিগুলোয় আছে। এ ছাড়া ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদরের কয়েক হাজার গ্রাহক আছেন।

জেলা সমবায় কর্মকর্তা আবদুল হান্নান বলেন, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ’র মোবাইল ফোনে বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক এবং গ্রাহকরা টাকা ফেরত পাক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত