প্রতিযোগিতার জন্য দরকার সঠিক তথ্য
নিজস্ব প্রতিবেদক | ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০
দেশের বাজার ব্যবস্থাপনায় অন্যতম সমস্যা সঠিক তথ্যের অভাব। কোন পণ্যের কী চাহিদা, সরবরাহ, উৎপাদন ও আমদানির হালনাগাদ সঠিক পরিসংখ্যান অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া সম্ভব হয় না। যথাযথ বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করতে হলে সঠিক পরিসংখ্যান জরুরি। সঠিক পরিসংখ্যান থাকলেই বাজারে সহজে প্রতিযোগিতা নিশ্চিত করা যাবে।
গতকাল উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সংলাপ বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে তথ্যের ঘাটতির পাশাপাশি প্রতিযোগিতা কমিশনের সীমাবদ্ধতা, প্রতিযোগিতা আইন থাকলেও বিধি-বিধান না থাকা, বর্তমান বাজার পরিস্থিতি বিশেষ করে পেঁয়াজ ও চালের দামের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
সংলাপে বক্তব্য রাখেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ, ট্যারিফ কমিশনের সদস্য আবিদ হোসেন, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ, প্রতিযোগিতা কমিশনের সদস্য আবদুর রউফ, বাণিজ্য বিশ্লেষক মনজুর আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০

দেশের বাজার ব্যবস্থাপনায় অন্যতম সমস্যা সঠিক তথ্যের অভাব। কোন পণ্যের কী চাহিদা, সরবরাহ, উৎপাদন ও আমদানির হালনাগাদ সঠিক পরিসংখ্যান অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া সম্ভব হয় না। যথাযথ বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করতে হলে সঠিক পরিসংখ্যান জরুরি। সঠিক পরিসংখ্যান থাকলেই বাজারে সহজে প্রতিযোগিতা নিশ্চিত করা যাবে।
গতকাল উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সংলাপ বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে তথ্যের ঘাটতির পাশাপাশি প্রতিযোগিতা কমিশনের সীমাবদ্ধতা, প্রতিযোগিতা আইন থাকলেও বিধি-বিধান না থাকা, বর্তমান বাজার পরিস্থিতি বিশেষ করে পেঁয়াজ ও চালের দামের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
সংলাপে বক্তব্য রাখেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ, ট্যারিফ কমিশনের সদস্য আবিদ হোসেন, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ, প্রতিযোগিতা কমিশনের সদস্য আবদুর রউফ, বাণিজ্য বিশ্লেষক মনজুর আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ।