বকেয়া বেতনের দাবি
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
সাভার প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০
সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল সোমবার বিকেল থেকে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় অবস্থিত ফিউচার ক্লথিং লিমিটেড কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে কাজ করলেও প্রতি মাসেই বেতন দেওয়ার সময় হলেও নানা ধরনের টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম করেও বেতন আদায় করা সম্ভব হয় না।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফেনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল সোমবার বিকেল থেকে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় অবস্থিত ফিউচার ক্লথিং লিমিটেড কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে কাজ করলেও প্রতি মাসেই বেতন দেওয়ার সময় হলেও নানা ধরনের টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম করেও বেতন আদায় করা সম্ভব হয় না।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফেনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
শেয়ার করুন