নিরাপত্তা চেয়ে ভারতে ফেসবুকের শীর্ষ কর্মকর্তার জিডি
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫
ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান আঁখি দাস। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
ভারতে ক্ষমতাসীন বিজেপিকে মুসলিমবিদ্বেষে সুযোগ করে দেয়ার অভিযোগ উঠে ফেসবুকের বিরুদ্ধে। এরপরেই নিজের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান আঁখি দাস।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনলাইন পোস্টের মাধ্যমে হুমকি পেয়ে রবিবার রাতে দিল্লি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন আঁখি দাস।
তার অভিযোগ, ‘একাধিক ব্যক্তি অনলাইনে এমন সব পোস্ট বা কনটেন্ট পাবলিশ করছেন যা খুবই হিংসাত্মক। এগুলি আমার জীবনের প্রতি হুমকি।’
অভিযোগ দায়ের হলেও এখনও এফআইআর হয়নি। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েছি, ঘঠনার তদন্ত চলছে।’
বিজেপি নেতা ও হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকের মুসলিমবিদ্বেষে ফেসবুকের নীতি প্রয়োগের বিরোধিতা করেন আঁখি দাস।
তিনি ফেসবুক কর্মীদের বলেন, নরেন্দ্র মোদির দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ভারতে কোম্পানিটির ব্যবসা বিপদে পড়তে পারে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি বেরিয়ে আসে।
পুলিশের কাছে দায়ের করা চার পাতার অভিযোগপত্রে আঁখি দাস বলেন, ‘ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ভারতে বিভিন্ন প্রকাশনায় ভুল ও বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যায়।’
বিদ্বেষমূলক পোস্টে তার ছবিও ব্যবহার করা হয়েছে হলে অভিযোগ করেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর নজর রয়েছে বলে জানিয়েছেন ভারতের পার্লামেন্টের তথ্য-প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর।
তিনি বলেন, ‘আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। এ বিষয়ে ফেসবুকের মতামত জানতে চাওয়া হবে।’
এক সূত্রে জানা গেছে, সংসদীয় স্থায়ী কমিটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে আসা বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়ে ফেসবুককে নোটিশ পাঠাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫

ভারতে ক্ষমতাসীন বিজেপিকে মুসলিমবিদ্বেষে সুযোগ করে দেয়ার অভিযোগ উঠে ফেসবুকের বিরুদ্ধে। এরপরেই নিজের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান আঁখি দাস।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনলাইন পোস্টের মাধ্যমে হুমকি পেয়ে রবিবার রাতে দিল্লি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন আঁখি দাস।
তার অভিযোগ, ‘একাধিক ব্যক্তি অনলাইনে এমন সব পোস্ট বা কনটেন্ট পাবলিশ করছেন যা খুবই হিংসাত্মক। এগুলি আমার জীবনের প্রতি হুমকি।’
অভিযোগ দায়ের হলেও এখনও এফআইআর হয়নি। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েছি, ঘঠনার তদন্ত চলছে।’
বিজেপি নেতা ও হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকের মুসলিমবিদ্বেষে ফেসবুকের নীতি প্রয়োগের বিরোধিতা করেন আঁখি দাস।
তিনি ফেসবুক কর্মীদের বলেন, নরেন্দ্র মোদির দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ভারতে কোম্পানিটির ব্যবসা বিপদে পড়তে পারে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি বেরিয়ে আসে।
পুলিশের কাছে দায়ের করা চার পাতার অভিযোগপত্রে আঁখি দাস বলেন, ‘ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ভারতে বিভিন্ন প্রকাশনায় ভুল ও বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যায়।’
বিদ্বেষমূলক পোস্টে তার ছবিও ব্যবহার করা হয়েছে হলে অভিযোগ করেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর নজর রয়েছে বলে জানিয়েছেন ভারতের পার্লামেন্টের তথ্য-প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর।
তিনি বলেন, ‘আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। এ বিষয়ে ফেসবুকের মতামত জানতে চাওয়া হবে।’
এক সূত্রে জানা গেছে, সংসদীয় স্থায়ী কমিটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে আসা বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়ে ফেসবুককে নোটিশ পাঠাবে।