মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

দীপাবলি উৎসবে আমারি ঢাকার বিশেষ আয়োজন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ০১:১৮ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে ‘আমারি ঢাকা’ নিয়ে এসেছে বিশেষ ভারতীয় খাবার। এ উপলক্ষে ৭ নভেম্বর ‘আমারি ঢাকা’র সিগনেচার রেস্টুরেন্ট ‘আমায়া ফুড গ্যালারি’তে থাকছে নানা ধরনের মিষ্টি, গুলাবজামুন, স্পেশাল ক্ষীর ও বরফি। আরো আছে বাহারি কাবাব, চিকেন তান্দুরি, বিরিয়ানি, দোসা, পাঁপড়, ইডলি ও বাটার ডাল।

আলাকার্ট মেনুতে থাকছে দক্ষিণ ভারতীয় জাম্বো দোসা,মাসালা দোসা, সাম্বার, আচার, চাটনি, মিষ্টান্ন ও মাসালা চা। ভারতীয় খাবারের পাশাপাশি আরো থাকছে থাই, চাইনিজ ও জাপানিজ খাবার। বিশেষ এই খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন

৪,০০০ টাকায়।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন +৮৮০১৮৭৮৪২২২২২ নম্বরে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত