ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরুকে দেশটির ইতিহাস ও ঐতিহ্যের অংশ উল্লেখ করে এ প্রাণীর ঋণ কোনোদিন তারা শোধ করতে পারবেন না বলে জানিয়েছেন।
সোমবার ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরে একটি বেসরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, গরু আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমাদের গ্রাম এলাকার গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে গরু। সরকার গরুর স্বাস্থ্য উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, 'গরুর (গো-মাতা) দুধের এ ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারব না'।
'রাষ্ট্রীয় গোকুল মিশন' এর মাধ্যমে তার সরকার গরুর উন্নয়নে পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। মোদি আরো জানান, পাঁচ শ কোটি টাকা ব্যয়ে তার সরকার গোরুর উন্নয়নে 'রাষ্ট্রীয় কামধেনু অয়োগ' নামে একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও সাংসদ এবং চিত্রনায়িকা হেমা মালিনী।