শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

খোকার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৪ এএম

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন ২ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৩২ লাখ ৪৭ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত