মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কড়া নিরাপত্তায় খুলনায় ভোট শুরু

আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৮ এএম

খুলনা সিটি করপোরেশনের নগরপিতার নির্ধারণে আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবা‌রের নির্বাচ‌নে খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

স‌রেজ‌মিন সকাল ৮টায় ৩০ নম্বর ওয়া‌র্ডের রূপসা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্র ঘু‌রে দেখা‌ যায়, দু‌টি সা‌রিতে ৪০ থে‌কে ৫০ জন পুরুষ ও নারী ভোটার দাঁড়ি‌য়ে আছে। প্রধান সড়‌কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস‌্যরা টহল দি‌চ্ছে। কে‌ন্দ্রের ম‌ধ্যেও কড়া নিরাপত্তা।

এ কে‌ন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৫৪ জন। ভোটকক্ষ ১০টি।

উল্লেখ‌্য, এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত এস এম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (টেবিলঘড়ি)। সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনা সিটি করপো‌রেশ‌নের ২৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ১৬১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১২৮টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে মহানগর পুলিশ। ২৮৯ কেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে নৌকার প্রার্থী এজেন্ট দিলেও অন্যরা পারেনি। ত‌বে ভোটক‌ক্ষে না থাক‌লেও প্রতি‌টি কে‌ন্দ্রেই প্রত্যেক মেয়র প্রার্থীর এজেন্ট র‌য়ে‌ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত