মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জীবনের ‘অন্যতম সেরা’ খাবার খেলেন কোহলি-আনুশকা

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম

ভারতীয় চিত্রনায়িকা আনুশকা শর্মা এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলি দাঁড়িয়ে আছেন একটি কালো বোর্ডের সামনে। তাতে বিভিন্ন ধরনের খাবারের নাম। একটি রেস্তোরাঁর নামও আছে বোর্ডে। কোহলির ভাষ্য, জীবনের অন্যতম সেরা খাবার খেয়েছেন তিনি এখানে।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ছুটি কাটাতে কোহলি-আনুশকা আছেন বারবাডোসে। সেখানে তারা বেশ মজায় আছেন তা ছবি দেখেই বুঝা যায়। তারা ওই ক্যাফের ‌‘শাউট আউট’ প্রচারে অংশ নিয়েছেন।

বিরাট লিখেছেন, ‘অবশ্যই বারবাডোসের @ক্যাফেঅ্যালামের১৮-এ আসবেন, যেখানে আমরা জীবনের অন্যতম সেরা খাবারগুলোর একটা খেয়েছি।’

এ সময় তারা দুজনই নীল রঙের পোশাকে ছিলেন। আনুশকার পরনে ছিল লম্বা নীশ শার্ট, পায়ে সাদা স্লিপার এবং চোখে সানগ্লাস। বিরাটের পরনে দেখা গেছে নীল টিশার্ট এবং সাদা প্রিন্টেড শর্টস। তারও পায়ে ছিল সাদা স্লিপার আর মাথায় সবুজ ক্যাপ। তারা দুজনেই দাঁড়িয়ে ছিলন ওই ক্যাফের বাইরে রাখা বড় এক মেনু বোর্ডের সামনে।

ইনস্টাগ্রামে বিরাট কোহলি শুক্রবার এ ছবি পোস্ট করেন। সবার আগে তাতে লাইক দেন আনুশকা শর্মা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত