বগুড়ার ধুনটে গত ১৪ সেপ্টেম্বর স্বামীর সাথে মনোমালিন্যের জেরে কীটনাশক পান করেন করে সালমা খাতুন (৩৪) নামের এক গৃহবধূ। কীটনাশক পানের ৭ দিনপর শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়।
সালমা খাতুন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরীগাতী গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী সালমার। এর জেরে অভিমান করে গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে ঘাস মারা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন সালমা। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ সেপ্টেম্বর) পরিবারের লোকজন ছাড়পত্র ছাড়াই বাড়িতে নিয়ে আসেন সালমাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাসপাতালে সালমাকে ভর্তি করেন। সর্বশেষ গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে বন্ড দিয়ে সালমাকে বাড়ি নিয়ে আসার সময় পথে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
আজ শনিবার বিকেলে ধুনট থানার তদন্ত ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কীটনাশক পানে মারা যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।