বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

২০ দেশের রিজার্ভে সবচেয়ে বেশি সোনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম

সাধারণত বেশিরভাগ দেশের রিজার্ভে এখন ডলার রাখা হয়। তবে এর পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে  রিজার্ভে এখনো সোনা মজুদ রাখা হয়। অথচ সত্তরের দশকে বিশ্বজুড়ে রিজার্ভে সোনা রাখার প্রচলন বাতিল হয়ে গেছে। তবুও কেন এই আধুনিক সময়ে রিজার্ভে সোনা রাখবে কোনো দেশ? এমন প্রশ্নের সহজ উত্তর হলো অস্থিতিশীল বিশ্বপরিস্থিতিতে যদি ডলার বা প্রচলিত মুদ্রা কোনো কারণে মূল্য হারায় তখন দেশগুলোর রিজার্ভ, অর্থনীতির ভিতটা টিকে থাকবে সোনা মজুদের ভিত্তিতে। এছাড়া সোনা মূল্যমানের বেলায় বেশ স্থিতিশীল। রিজার্ভে সোনার মজুদ দেশকে আত্মবিশ্বাসীও রাখে।  

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে বিশ্বের কোন দেশের কাছে কী পরিমাণ সোনা মজুদ রয়েছে, সেটি জানিয়েছে। ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত হিসাব করে তালিকাটি তৈরি করেছে ডব্লিউজিসি। এই প্রতিবেদনের ভিত্তিতে রিজার্ভে সোনা রাখায় শীর্ষে থাকা ২০ টি দেশের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া।

তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা মজুদ রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। প্রায় তিন হাজার টনের বেশি সোনা রয়েছে জার্মানির রিজার্ভে। তৃতীয়তে ইউরোপের আরেক দেশ ইতালি। প্রায় দুই হাজার টনের বেশি সোনা মজুদ রয়েছে এ দেশটির। এরপরই চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। এ দেশটিরও প্রায় দুই হাজার টন স্বর্ণ মজুত রয়েছে। দুই হাজার তিনশ বত্রিশ টন সোনা নিয়ে পঞ্চম অবস্থানে আছে রাশিয়া।  

এরপর যথাক্রমে ষষ্ঠ চীন, সপ্তমে সুইজারল্যান্ড, অষ্টমে জাপান, নবম অবস্থানে আছে ভারত ও এবং দশম স্থানে আছে নেদারল্যান্ডস।

তালিকায় এরপরে থাকা দেশগুলো যথাক্রমে- তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত