মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অস্ট্রেলিয়ার পর পিএসএল মাতাতে যাচ্ছেন শামার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

অস্ট্রেলিয়া সফরে আলো কেড়ে নেয়া শামার জোসেফ অংশ নেবেন পাকিস্তান সুপার লিগে। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে দলে টেনেছে পেশাওয়ার জালমি। 

পিএসএলের নবম মৌসুমের জন্য সোমবার শামার জোসেফকে দলে টেনেছে পেশাওয়ার জালমি। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের আংশিক বদলি হিসেবে তাকে দলে নিয়েছে ২০১৭ আসরে শিরোপা জেতা দলটি। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় শামারের দল পাওয়ার বিষয়টি।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ব্যথানাশক ইনজেকশন নিয়ে টানা ১০ ওভারের এক স্পেলে প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে দেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ২৭ বছর পর অজিদের বিপক্ষে ক্যারিবিয়ানদের ৮ রানের অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পথে নেন ৭ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে দুই ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি। 

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত