বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নওগাঁ-২ আসনে জয়ী নৌকার শহীদুজ্জামান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম

স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্মীতলা-ধামুইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১লাখ ৮৯ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। ১২৪টি কেন্দ্রে এ আসনে মোট ভোট পড়েছে ৫৭.৪ শতাংশ।

গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত