শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৬০০ টাকায় গরুর মাংস কি জাদুঘরে মিলবে?

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম

ভাইয়া আপনি বলছেন গরুর মাংস ৬০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, আমি সাড়ে ৭০০ টাকার নিচে কোথায়ও পাচ্ছি না ভাই। তাইলে মনিটরিংটা কোথায় হচ্ছে ভাইয়া? আপনি বলছেন ক্যামেরায়, তাইলে ৬০০ টাকায় গরুর মাংস কি আমরা জাদুঘরে খুঁজব? পবিত্র রমজান উপলক্ষ্যে ৬০০ টাকা কেজিতে গরুর মাংসের বিক্রি শুরু করে সরকার। তবে এই দামে গরুর মাংস না পেয়ে এভাবেই হতাশা প্রকাশ করছিলেন এক ভোক্তা। তিনি বলেন, প্রতিটা জিনিসের দাম বেশি। এইটা সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। 

কারওয়ান বাজারে তরমুজ কিনতে আসা আরেক ক্রেতা বলেন, যেটা ছোট সাইজের তরমুজ ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু রমজানে সেটা ২৫০ থেকে ৩০০ টাকা হয়ে গেছে। সারাদিন রোজা রাখার পর একটু ফল খেতে ইচ্ছা করে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের আর ফল কেনার সামর্থ্য নেই। 

ওপর এক ক্রেতা বলেন, একটা তরমুজের দাম যদি ৪০০ টাকা হয় তাইলে একটা মানুষ কীভাবে একটা তরমুজ কিনবে? আমার ইনকাম ৩০০ টাকা তাইলে আমি তরমুজ কীভাবে কিনবো? কী দিয়ে ইফতার করব? 

তবে ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খুচরা বিক্রেতাদের কিছু করার নেই। দাম বাড়া বড়বড় আড়তদাররা। এই সিন্ডিকেটের লাগাম টানার পরামর্শ তাদের। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত