রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হিলির ব্যাটে চড়ে ১০ উইকেটের জয় অসিদের

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম

জামদানিতে কি জাদু আছে? আগের দিন অ্যালিসা হিলি তা উপহার পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে। আর আজ দুজনেই খেললেন ষাটোর্ধ্ব ইনিংস। জ্যোতির ইনিংসটা পেরেছে শুধু স্বাগতিকদের তিন অংকের ঘরে নিয়ে যেতে। আর হিলির ইনিংসে চড়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া পেয়েছে ১০ উইকেটের বড় জয়।

আগে ব্যাট করে বাংলাদেশ ১২৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়াকে। সেই রান তাড়ায় নেমে কোনো বেগ পেতে হয়নি অসিদের। ৭ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় তারা।

অসিদের হয়ে অ্যালিসা হিলি ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে জিতেন ম্যাচসেরার পুরস্কার। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছক্কায়। এছাড়া ব্যাথ মুনি ৯ চারে ৩৬ বলে ৫৫ রান করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত