বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাংবাদিকদের শেকলে বেঁধে রাখার হুমকি ইউপি চেয়ারম্যানের

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৫৯ এএম

ঢাকার নবাবগঞ্জে সাংবাদিকদের শেকল দিয়ে বেঁধে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহে ভোরের কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাহিদুল হক খান ডাবলু মোবাইল ফোনে কল দিলে তাকে এমন হুমকি দেন ইউপি চেয়ারম্যান।

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিক সাহিদুল হক খান ডাবলু দেশ রূপান্তরকে বলেন, ‘সংবাদের জন্য তথ্য সংগ্রহে ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে মোবাইল ফোনে কল দিয়ে আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। বলেন, “নবাবগঞ্জ প্রেস ক্লাবের কোনো সাংবাদিক আমার ইউনিয়নের ত্রিসীমানায় এলে তাকে আমি শেকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেঞ্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবেন না”।’

সাংবাদিকদের এমন হুমকি দেওয়ার কারণ জানতে চেয়ারম্যান রেশমা আক্তারের মোবাইল ফোনে কল করলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আমি বাধ্য নই।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি, কেন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করলেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত