কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলানোর জন্য লিওনেল মেসিকে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র দেয়নি ইন্টার মায়ামি। কিন্তু চোট থেকে সেরে উঠলেও ম্যাচ খেলার মতো ফিট তিনি ছিলেন না। আর তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।
তাকে ছাড়া খেলতে নেমে অবশ্য দলও ভালো করেনি। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে ডেভিড রুইজের লাল কার্ড। তাই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মন্টেরির বিপক্ষে ইন্টার মন্টেরির কাছে ২-১ গোলে ম্যাচ হেরেছে মেসির দল। মাঠে বসেই দলের সেই পরাজয় দেখেছেন অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসিকে না খেলানোর কারণ জানিয়েছেন মায়ামি কোচ জেরার্দ মার্তিনো। সেখানে তিনি বলেন, 'মেসি এই ম্যাচের জন্য যথেষ্ট ফিট ছিল না। আমরা ম্যাচের পর ম্যাচ যাব দেখব সে কেমন অনুভব করে। আমরা আজ তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি।'
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মনতেরির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ইনজুরির কারণে ইন্টার মায়ামির শেষ কয়েকটি ম্যাচ ও গত মাসে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচও মিস করেছেন মেসি।