বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিবৃতিতে ফখরুল

আওয়ামী শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ এএম

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টিকে কর্তৃত্ববাদী আওয়ামী লীগের সরকার এখন তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। এসব করে লাভ হবে না। আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে।’

গতকাল বৃহস্পতিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য্য হাবিবুর রশীদ হাবিবসহ মহানগরের একাধিক নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী কর্তৃক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম-নির্যাতন। সরকার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করছে। এরপর আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।’

আন্দোলন শেষ হয়নি রিজভী : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দমন-নিপীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। আমাদের আন্দোলন তো এখনো শেষ হয়নি। এখনো আন্দোলনে রয়েছি। আমরা এখনো টার্গেটে পৌঁছাতে পারিনি।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাতটি থানার ‘কারা নির্যাতিত’ নেতাকর্মীদের সম্মানে গতকাল দুপুরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে আমাদের ২০ নেতাকর্মী মারা গেছেন ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে। পঙ্গু হয়েছেন অনেকেই, কারও পা চলে গেছে, কারও হাত চলে গেছে আর কারও পৃথিবীর আলো চলে গেছে দুই চোখ অন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আজকে অনেক নেতাকর্মী অন্ধ।’

‘আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ‘পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে। আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত