বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

যে কারণে ৪৫ বছর হলেও বিয়ে করেননি ঋতুপর্ণা

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:২০ পিএম

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ১৯৭৮ সালের ২৮ জুলাই ঋতুপর্ণা সেনের জন্ম। বর্তমানে তার বয়স ৪৫ বছর। এখনও তিনি বিয়ে করেননি। ব্যাচেলর জীবন কাটাচ্ছেন।

সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন ঋতুপর্ণা সেন। সেখানেই তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে জানালেন কেন এখনও বিয়ে করেননি।

ঋতুপর্ণা সেন জানান, ‘যাকেই ভালো লাগে, সে আর আমার জন্য অপেক্ষা করেনি। সবাই বিয়ে করে ফেলেছে। যে কারণে আমি ঠিক করেছি একাই থাকব। বিয়ে করব না। বুড়ো বয়সে বেনারস চলে যাব, সেখানে গিয়ে ধ্যান করব।’

তার কথা শুনে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তুমি এক কাজ কর, তুমি হিমালয় চলে যাও, সেখানে গিয়ে ধ্যান কর।’

রচনা বন্দ্যোপধ্যায়ের প্রশংসা করে ঋতুপর্ণা সেন বলেন, ‘আমি একটা মানুষকে গত ৮-১০ বছর ধরে দেখছি, যে একই রকম আছে। একই রকম হাসিখুশি, প্রাণখোলা। আর কী চাই!’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত