ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আজ রবিবার (২৬ মে) রাত ৮টার পর থেকে বন্ধ ঘোষণা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম।
রবিবার বিকাল ৪টার দিকে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
বিমানবন্দরের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘এর আগে আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপৎসংকেত জারির পর রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধের সিদ্ধান্ত নেয় কতৃর্পক্ষ। রাত ৮টার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হবে।’