দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল, সরকারি গুদামের মালামাল আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ১১ জন কাউন্সিলরের করা অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো.আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইসলামপুর পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়।
আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উক্ত পৌরসভার ১১ জন কাউন্সিলর কর্তৃক বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায়, সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক ওই মেয়রের আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারার বিধানমতে ইসলামপুর পৌরসভার মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ করা হয়।