প্যারিস অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করে মঙ্গলবার ঢাকা ফিরেছেন আরচার সাগর ইসলাম। তুরস্কর আনতালিয়ায় প্যারিস অলিম্পিকের সর্বশেষ কোটা পাওয়ার আসরে রিকার্ভ এককে সেমিফাইনাল নিশ্চিত করেন ১৮ বছরের সাগর। মঙ্গলবার বিমানবন্দরে তাকে ফুলের মালা পড়িয়ে ও মিষ্টিমুখ কড়িয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ আরচারি ফেডারেশনের কর্মকর্তারা। আগামীকাল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সাগরকে দেওয়া হবে সংবর্ধনা।
বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের ফটকের সামনে সাগরসহ বাংলাদেশ আরচারি দলের সদস্যদের অভ্যর্থনা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলসহ অন্যান্য কর্মকর্তারা। তারা সাগরের জন্য তৈরী করেছিলেন বিশেষ ব্যানার।
বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) একাদশ শ্রেণির ছাত্র সাগর। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। তার হাত ধরেই একটা নতুন দুয়ার উন্মোচিত হয়েছিল। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০২০ টোকিও অলিম্পিকে (যা করোনা মহামারির কারণে পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়) নাম লিখান আরচার রোমান সানা। ২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সেই যোগ্যতা অর্জন করেন রোমান। এবার আন্তালিয়ায় কোটা প্লেস আসরে সাগর একক রিকার্ভে জিতেছেন রৌপ্যপদক। অনন্য এ্ই সাফল্যের জন্য ফেডারেশন তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিমানবন্দরে মঙ্গলবার ভোরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি সাগর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘তুরস্কে যাওয়ার আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম। তখন থেকেই নিজের প্রতি একটি বিশ্বাস জন্মেছিল কিছু করতে পারব। খেলা শুরুর পর সেই বিশ্বাস আরও তীব্র হয়। বাকিটা ক্যারিয়ারের ইতিহাস।’অলিম্পিকের বড় মঞ্চে আরও ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন রাজশাহী শহড়ের এক চা বিক্রেতা মায়ের ঘরে জন্ম নেওয়া পিতৃহারা সাগর, ‘যেহেতু অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছি, আল্লাহ সহায় থাকলে দেশের জন্য প্রথম কোন অলিম্পিক পদক জিততে চাই।’