পাঁচ হাজার টাকায় ৫০ জন দরিদ্র রোগীর স্তন ক্যান্সার অপারেশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। অপারেশনের জন্য শয্যা ভাড়া ও পরীক্ষা-নিরীক্ষার জন্য মাত্র পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে রোগীকে। রোগী প্রতি ২৫ হাজার টাকা অনুদান দেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংগঠন। সবমিলে ৩০ হাজার টাকায় অপারেশন করবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ এই অর্থ নেবে হাসপাতালের খরচ ও সার্জন ফি বাবদ।
স্তন ক্যান্সার সচেতনতা দিবস ও মাস উপলক্ষে নেওয়া ১৫০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ফোরামের প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের ক্যান্সার প্রতিরোধ বিভাগের প্রকল্প সমন্বয়কারী ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের সদস্য কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি দরিদ্র স্তন ক্যান্সার রোগীদের অপারেশনে এই আর্থিক সহযোগিতা করবে। এক্ষেত্রে ট্রাস্ট ১৫ জন রোগীকে সহায়তা দেবে। অন্যান্য সংগঠন ও ব্যক্তির সহায়তায় সবমিলে ৫০ জন রোগীর অপারেশন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে দেশে ২০১৩ সাল থেকে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন হচ্ছে। এ বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর বাইরে বিভিন্ন সংগঠন এককভাবে কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, দেশে প্রতিবছর গড়ে নতুন করে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে ৬ হাজার নারী। অথচ প্রাথমিক পর্যায়ে রোগটি সনাক্ত ও প্রয়োজনীয় অস্ত্রোপচারসহ চিকিৎসা নিলে ৯৫ শতাংশ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।
এই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, স্তন ক্যান্সার সম্পর্কে প্রয়োজনীয় জনসচেতনতার অভাব, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা সুবিধার অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগীর চিকিৎসা বিলম্বিত হয়। বিলম্বিত চিকিৎসার কারণে রোগীকে অনেক ক্ষেত্রে দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে হয়।
এই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, সচেতনতা ও স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার নির্ণয় হলে প্রথমে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা ও বেসরকারি হাসপাতালে উচ্চ ব্যয়ের কারণে অনেকেই অপারেশন করাতে পারেন না। ফলে চিকিৎসায় নিরাময়ের সম্ভাবনা কমে যায়। অথচ মানবিক হলে সবাই মিলে চিকিৎসা ব্যয় কমানো ও দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রজনন-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, সিওসি ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সয়েফ উদ্দিন সপু, নারী অধিকার নেত্রী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি শিরীন পারভীন হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডি ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে স্তন ক্যান্সারের ফ্রি প্রাথমিক ক্যান্সার স্ক্রিনিং চালু থাকবে। প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাম, কোর বায়োপ্সি, এফএনএসি ও অন্যান্য পরীক্ষা স্বল্প খরচে করা যাবে।
রাজধানীর লালমাটিয়া বি-ব্লকে (৭/৯) কমিউনিটি অনকোলজি সেন্টারে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি প্রাথমিক স্ক্রিনিং (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) করা যাবে। অক্টোবর মাসে প্রতিদিন এই সেবা চালু থাকবে।
এ ছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় কেন্দ্রীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করা হবে। এরপর ১০ অক্টোবর যথাযোগ্যভাবে সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হবে।