বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রোমানিয়াকে নিয়ে আতঙ্কে নেই ডাচরা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৩:৫৩ পিএম

ইউরোর শেষ ষোলোতে আজ নেদারল্যান্ডস খেলবে রোমানিয়ার বিপক্ষে। চলমান টুর্নামেন্টে ডি গ্রুপ থেকে তৃতীয়সেরা দলের একটি হয়ে শেষ ষোলোতে উঠেছে ডাচরা। আর তাদের প্রতিপক্ষ রোমানিয়া 'ই' গ্রুপে চ্যাম্পিয়ন দল।

'ই' গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান (৪) ছিল। গোল ব্যবধানেও তারা ছিল বেলজিয়ামের সমান। তবে বেশি গোল করায় গ্রুপসেরা হয় রোমানিয়া।

ম্যাচের আগে ডাচ কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, তার দল রোমানিয়াকে নিয়ে আতঙ্কিত নয়। কোম্যান বলেন, 'আমি একাদশে খুব বেশি পরিবর্তন আনবো না। একটি ম্যাচ নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।'

তৃতীয় দল হয়ে উঠেছে শেষ ষোলোতে তাতে ভাগ্য সহায় হয়েছে কিনা এমন প্রশ্নে কোম্যান বলেন, 'আমাদের যদি ভাগ্য বলে কিছু থাকে সেটা ছিল ১৯৮৮ তে, আমরা (রোমানিয়ার বিপক্ষে) ম্যাচ জিতবো।' নেদারল্যান্ডস ১৮৮৮ সালে ইউরো জিতেছিল।

রোমানিয়ার বিপক্ষে ১৩ দেখায় একটি ম্যাচই হেরেছে নেদারল্যান্ডস। জিতেছে ৯ ম্যাচে, ড্র তিন ম্যাচে। ডাচদের বিপক্ষে রোমানিয়া একমাত্র জয়টি পেয়েছিল ২০০৮ ইউরোর বাছাই পর্বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত