বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সহিংসতার তদন্ত

গণবিজ্ঞপ্তি দিয়ে তথ্য চাইবে বিচার বিভাগীয় কমিশন

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:০৯ এএম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা-ের মধ্যে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন কার্যক্রম শুরু করেছে। তদন্তের জন্য নাগরিকদের কাছে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে কমিশন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টারে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে কমিশনের প্রধান হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের কাছে কমিশনের কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সৃষ্ট সহিংসতায় ঢাকা ও ঢাকার বাইরে ছয়জন নিহত হন। এর ধারাবাহিকতায় গত ১৮ জুলাই সরকার ‘দ্য কমিশন অব ইন্কোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর বিধান অনুযায়ী বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এ কমিশন ১৬ জুলাই ছয়জনের মৃত্যুর কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। একই সঙ্গে গত ৫ জুলাই থেকে ১৬ জুলাই সংঘটিত লুটপাট, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা-ের তথ্য-প্রমাণ সংগ্রহ করে ৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দেবে।

ঘটনা ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আজকে (গতকাল) আমরা প্রথম সভা করেছি।’

সভার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যেসব তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কী পদ্ধতিতে হবে আপনারা (সাংবাদিক) তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন।’ এ ছাড়া কমিশনের দৈনন্দিন কার্যক্রম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান কমিশনের প্রধান।

১৬ জুলাইয়ের পর সংঘটিত সহিংসতা ও মৃত্যুর বিষয়ে কমিশন কোনো তদন্ত করবে কি না, এমন প্রশ্নে বিচারপতি দিলীরুজ্জামান বলেন, ‘আমার যে টার্মস অব রেফারেন্স আছে সেটা অনুযায়ী আমরা কার্যক্রম করব। পরবর্তী ঘটনাগুলো যেহেতু প্রজ্ঞাপনের (বিচারিক কমিশন সংক্রান্ত) পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই ছয়জনের বিষয়ে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে (১৬ জুলাইয়ের পর সহিংসতা ও মৃত্যু) আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই চলতে থাকবে। কিন্তু আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে অনুযায়ী কার্যক্রম চলবে।’

ঢাকার বাইরে সহিংসতার ঘটনাস্থল কবে নাগাদ কমিশন পরিদর্শনে যাবেÑ এমন প্রশ্নে তদন্ত কমিশনের প্রধান বলেন, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা আরেকটু গুছিয়ে নিয়ে অবশ্যই ঘটনাস্থলগুলো পরিদর্শন করব।’

সাংবাদিকরা বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলগুলো পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন সেগুলো আগের অবস্থানে পাওয়া যাবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। কারফিউ ছিল, ছুটি ছিল। যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা সব ঘটনার সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করব।’

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান আরও বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব আমি সম্পূর্ণ, সততা, নিষ্ঠতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে পালন করব।’

এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) জাহেদা পারভীন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আমিনুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (আইন-১, অধিশাখা) তানভীর আহমেদ, উপসচিব (জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত